“ভবঘুরে”
চিত্রশিল্পী তপন কর্মকার
ঐ চাঁদের বাড়ি নিমন্ত্রণ,
ইচ্ছে করে যাইনা।
আমি তো সোনার থালায়,
ভাত খেতে চাইনা।।
ভালো আছি সুর্য মামার,
সোনা রোদের আলোয়।
রাত্রি এসে মধুর করে,
দিন ঢেকে দেয় কালোয়।
আক্ষেপ নেই মাতাল হাওয়ার,
রূপ দেখতে পাইনা।।
মাথার উপর থাকতে আকাশ,
আবার কিসের নীড়।
নীড় থাকলে ভয় থাকবে,
বুকে ধরার চিড়।।
ফুল পাখিদের সুখে সুখী,
দুঃখের গান গাইনা।।
—oooXXooo—