আগমনী
মণিকা বড়ুয়া
আগমনী সুরে
গাইছে পাখি দূরে।
পলাশ পিউ মৌ
ধিন্ তা না না ঢেউ।
বাজনা বাজায় কে?
বৃষ্টি রাজা সে।
ঋদ্ধি লাড্ডু আর কে?
দুগ্গা ঠাকুর যে।
পুজার বাঁশী হাতে
কাশ শিউলীতে
মাখছে আকাশ
ফুটছে বাতাস
ছুটছে শিশুর দল
মিষ্টি মধুর ফল
ফলে ফুলে বায়না
বিশ্ব বুঝি এক হয় না!
—oooXXooo—