দেবতা কি গ্রহান্তরের ধ্রুবলোকের জীব? আমরা কি তার উত্তরসূরি, আমরা অপার্থিব! শতেক প্রমাণ ছড়িয়ে আছে ইতি উতি ধরায়, বিশেষ দেখি পিছন পানে, প্রাচীন সভ্যতায়।
সব ধর্মের পুরান কথায়, আকাশ যানের কথা, ধন্ধ জাগায় চিত্ররেখায় প্রযুক্তির বারতা।
রামায়ণে ‘পুষ্পক রথে’, চলেন ফেরেন রাবন, মহাভারতে উড্ডিন যান, পঞ্চতলা মন্দির সমান, ফেরার পথে দেবতারা করেছিলেন দান।