সময়
চিত্রশিল্পী তপন কর্মকার
তুমি ভুলে যেওনা শুঁয়োপোকা থেকে প্রজাপতি
তুমি ভুলে যেও না জীবনে সময় হল মহারথী।
নিজেকে নিয়ম করে বাঁধো
ওই কণ্ঠ নালীতে সাপ সাধো
মনে রেখো ভুল – জাহাজের মাস্তুল
চাই পথে পথে হরিণের মত গতি।
তুমি ভুলে যেওনা শুঁয়োপোকা থেকে প্রজাপতি।।
যদি আগুন জ্বলে ওই বুকে
তুমি থেকো শুধু হাসি মুখে
সাগর শুকিয়ে যদি, মেঘেতে ঝরে।
চাই মসনদে বসার মেহনতী।
তুমি ভুলে যেওনা শুঁয়োপোকা থেকে প্রজাপতি।।
—ooXXoo—