ডুবন্ত ঘড়ায় (প্রতিবাদী লেখা)
মৌসুমী ঘোষাল চৌধুরী
***********
এলোথেলো চুলে ঘর ও বসতি পেয়ে, সমস্ত শ্রম উজাড় করে দিয়েছে যে বর্ষানন্দন।
আমারই চোখের সমস্ত কালো দীঘির জলে আমারই
মৎস্যগজনীর যেন বাজছে পায়ের আঙট।
শোনো কবি, আমিই তো আয়ান, শুনেছি তার স্বামী আয়ানের কান্না।কিভাবে আয়ান হল জানিনা ! অথচ তার সন্তানের জনক। থমথমে মেঘ যুগল ভ্রু এর খাঁজে প্রশ্ন ছুঁড়ে দি, তোমাদের দুজনের স্পর্শে
কাশ্মীরের চূড়া আমার হারিয়ে ফেলা ” প্রতিশ্রুতি ” নাটকের রক্তপাত। নীরব হয়ে গেছি তার ত্বকের অনামিকা নামবন্ধনী ছন্দ অপরাধে
মোহপাহাড় ও মেঘঘন দুয়ারে।
—ooXXoo—