স্বর্গাদপী গরিয়সী
রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক)
“”””””””””””””””””””””””””
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী
বিশ্বশ্রেষ্ঠ মহান ভারতবর্ষ আমাদের
পরাধীনতার শৃঙ্খল হতে হয়ে ছিল মুক্ত
১৫ই আগস্ট মধ্য রাতে ১৯৪৭সের |
আনন্দে উদ্বেলিত অগণিত জনতা সেদিন
স্বাধীনতার তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে
বিজয়ের হাসি তুলে নেমে ছিলেন পথে পথে
পরাধীনতার সকল দুঃখ ভুলে গিয়ে |
আকাশ,বাতাস জুড়ে ছড়িয়ে পড়েছিল
মহান ভারত মাতার জয়ধ্বনি
ঘরে ঘরে উঠেছিল জ্বলে,উজ্জ্বল হয়ে
নানা সাজে মুক্তির প্রদীপখানি |
সেই স্বাধীন ভারতের নাগরিক আমরা আজ
ভুলে গিয়ে জাত-বেজাতের ব্যবধান
উর্দ্ধ গগনে তুলবো স্বাধীনতার পতাকা একত্রে
দেশ মাতৃকার চরণে দিয়ে অর্ঘ্য দান |
শুধু তাই নয়,করবো প্রতিজ্ঞা দৃঢ় চিত্ত মনবলে
হাতে হাত ধরে,এক সাথে,এক সুরে
দেড়শত সন্তান আমরা তোমার বুকে মাগো–
আর দেব না গড়তে শত্রু শিবিরটারে |
—ooXXoo—