ঘুমিয়ে থাকার নেই সময়
মৃনাল কান্তি বাগচী
————–
ঐতো প্রভাতের সোনালী
আলো
হাতছানি দিয়ে ডাকছে
আমায়,
কেন আছিস ওরে তোরা
ঘুমিয়ে?
আর ঘুমিয়ে থাকার নেই
সময়।
বোবা কালা হয়ে আর কত
কাল ঘুমাবি?
অনাচারে,অবিচারে ডুবেছে
পৃথিবী,
তোরা যদি ঘুমিয়ে থাকিস
এমনি করে
লজ্জা পেয়ে অস্ত যাবে
প্রভাতের রবি।
চারিদিকে শুধু শুধুই অন্ধকার
ওরে পাগলা! জাগিয়ে তোল
তোর মনের দিবাকর।
মনের দিবাকর না উঠিলে
জ্বলে
কালো আঁধার গ্রাসিবে
সমাজকে অচিরে।
এ আঁধার কেহই চায়না
তবুও আঁধারকে কেন
দূরীভূত করা যায়না?
জ্বলারে তোদের মনের
দিবাকর,
এ ধরা হতে আলো স্মরিয়ে
আনরে আলোর ভোর।
তোরাই তরুন, তোরাই যুবা
তোদের মনেতে সুপ্ত আছে
আগ্নেয় গিরির জ্বলন্ত লাভা।
জ্বলারে তোদের মনের
দিবাকরের সীমাহীন বিভা।
তোদের পানে চেয়ে আছে
সবাই
ঘুমাবি আর কত কাল তাই?
তোরা ঘুমিয়ে থাকলে
প্রভাতের সোনালী আলো
লজ্জা পেয়ে চলে যাবে
ভাই।।।
———-+++++++———