শান্ত পাখিটি আমি
পাখিদের ঝাঁকে ফিরে যাই। এই কূটাভাসের
মাঝে ঝাউগাছ ডাকে। আমার বলার কথা ছিল কম।
নিজের বলতে ছিল আপন যা সেই পানকৌড়ি টা মোহনার দিকে উড়ে গেছে।
আজ আবার আমার বলতে, অজস্র শালুক, কলমীলতা,
বুনোহাঁস, পদ্মপাতার উপরে টলমলে শিশিরকণা।
সুপুরিবাগান।
কাগজফুলের পাঁপড়ি গুলো এক এক করে খুলে ফেলি।