গর্বিত ভারত
✍️সুপর্ণা দত্ত
******************
“এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাব,
সেই চাঁদের পাহাড় মাথায় যাহার
রামধনু রঙ হয় ঠিক দেখতে পাবো।”–
হীরে-মানিক ছোট্ট দুটি ভাই
ভেবেছিল দেখবে চাঁদের পাহাড়,
দুটি ভাইয়ের স্বপ্ন রইল অধরা
বনের মাঝে নামল যে আঁধার।
ছোট্ট দুটি ভাই- এর স্বপ্ন আজ
সফল করল বীর বিক্রম-৩,
তাইতো আজ নাচছে ভারত
তাক ধিনা ধিন ধিন।