স্কুলের দিদিমণি একদিন ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? একে একে সবাই বলে গেল কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ পাইলট, নার্স, ফিল্মমেকার, ড্যান্সার আরও কত কী বলে গেল। একজন বাচ্চা শুধু বলল না কিছুই। দিদিমণি তার কাছে গিয়ে আদর করে আবার জানতে চাইলেন, তুমি কিছু হতে চাওনা বড় হয়ে? —– হুম্, হতে চাইতো…. —– কি হতে চাও? —— সাফাই কর্মী। অবাক দিদিমণি, অস্ফুটে বলেন সাফাই কর্মী! —– দেখছো না পৃথিবীটা দিন দিন জঞ্জালে ভরে যাচ্ছে, আকাশের রং ফ্যাকাশে। তারারা আজ মুখ লুকোচ্ছে লজ্জায়.. দিদিমণি বলেন, হ্যাঁ; বাছা পৃথিবীর আজ তোমাকে খুবই দরকার।