বিশ্বরতন কর বন্দন ভারত রতন ধন দিকে দিকে ঐ বিগলিত ধারা পুণ্য সঞ্জিবন। ভারতবর্ষ নয় ভূখণ্ড দিব্য বিকাশ পথ সেই পথেতেই বিশ্বপিতা করেন যাতায়াত । ত্যাগের দেশ এই ভারতবর্ষ বারি ভূমি ক্ষেত নয় হর্ষ স্নেহসুধা বুকে করেছে ধারন নেই কোন হেথা শাস্তি সমন এ যে শান্তিবন এই দেশেতেই বারে বারে পাই সত্য সাধন ধন। ধর্মভূমি কর্মভূমি তীর্থভূমি দেশ বশ্বভূমির হৃদয়খানি ভারতভূমি বেশ ধর্ম বর্ণ কর্ম ভাষা ছন্দ গ্রন্থি মানি এই ভূমিতেই মেলে শুধু ভুতশুদ্ধি চুমি। যুগে যুগে হেথা বন্দিত জীবনের জয়গান সাম্য ঐক্য মৈত্র মুক্তি ভারত তার নাম । সদানন্দ সত্যানন্দ বিশ্বানন্দ তপোবন জন্মভূমি কর্মভূমি তীর্থভূমি উপবন এ যে শান্তিবন এই দেশেতেই বারে বারে পাই সত্য সাধন ধন।