গল্প নয়৷ বাস্তবের রুখুশুখু মাটি! পায়ে হঠাৎ চোট পেয়ে রক্ত ঝরে কখনো রক্ত ঝরা বন্ধ হয় তখনো ব্যথা থাকে! ব্যথা মরে গেলে রক্ত-ক্ষরণ অন্য কোথাও শুরু হয়৷ সেই-ই গল্প বলে! তখন আবার তার নব জন্ম নূতন আঙ্গিকে ফিরে জন্ম নেওয়া! যতোই রক্ত ঝরাক জীবনের পথ হাঁটা কখনো কি বন্ধ হয়!? স্বপ্ন হারা বিষণ্ন মন ফিরে স্বপ্ন দেখে! ভালো মন্দের দ্বন্দ্ব সেও গল্প বলে৷ পথ শ্রম তাতে কিছুটা হলেও লাঘব তো হয়৷ ঠিক গল্প নয় জীবনের ক্রম পর্যায় গল্প বলার ছলে নিত্য নূতন ছবি এঁকে চলে! জীবনের সকাল বিকাল খুঁজে চলে বালিশ-এর তল সেখানে সান্টাক্লস লুকিয়ে কিছু কি রেখে গেছে!? পাখি ডানা মেলে উড়ে যায় ফিরে গাছের শাখায় এসে বসে ডানা ভারি হয়ে এলে! একে যদি বলো তুমি ফাঁকি তবে তা ফাঁকি! এমন ও তো হতে পারে তা আসলে ফাঁকি নয় যে তোমাকে আমাকে বে-আব্রু দাঁড় করিয়ে দেয় নিঃশঙ্ক, মুখোমুখি গল্পের ঝাঁপির আড়াল সত্যের মুখ সুবর্ণ পাত্র দিয়ে ঢেকে!