ভালোবাসা আছে তাই সূর্য উঠে, এক রাশি সোনালী আলোর ঝর্না পৃথিবী ভরে যায় প্রাণের আনন্দে ভালোবাসা আছে তাই চাঁদ ওঠে নীল আসমান চূড়োয় ভালোবাসায় জোছনা প্লাবনের দ্বারা পৃথিবীর সকল অন্ধার আলোকিত হয় ভালোবাসা আছে তাই বনে বনে ফুল ফুটে ফুলের সৌরভ প্রজাপতি রঙিন ডানায় আসে মধু আহরণ করে পরাগ নেশায় নতুন বীজ। পৃথিবী ভরে যায় সবুজ বনানীতে সৃষ্টিসুখের ভালোবাসা আছে তাই পাখি বাসা বানায় ডিম তআ দেয় নতুন প্রজন্ম অবিরল সৃষ্টি ভালোবাসা আছে তাই সাগর ঢেউ উঠে কুল ভেঙে উর্বর পলি জমি নদী মোহনা ই উজান স্রোতে খুশি উতল হাওয়া অন্য মোহনা ভালো বাসা আছে তাই ভালোবাসি একে অন্যে প্রিয় মনের মানুষ দেবতা হয় কিংবা দেবী হয় ভালোবাসা আছে তাই এই আকাশ নদী উপবন সবুজ জমি গিরি সিন্ধু ঘিরে মানুষের মর্ত্য প্রীতি মনের মানুষ পাওয়ার জন্য বুক ভাসে কান্নায় ভালোবেসে মরণেও সুখ লাইলী মজনু সাবিত্রী সত্যবান বল দময়ন্তী বেহুলা লখিন্দর এমনকি হজরত রাবেয়া বিল্লাল সকলেই অবিনশ্বর মহান পলাশ ফাগুন নেশা বসন্ত কুঞ্জে শ্রাবণ বরষায় স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে ভালোবাসা শুধুমাত্রই ভালোবাসা খুঁজিয়া দিক হতে দিকে বেড়ায়! দেহ মন্দির ঘিরে পূর্বরাগ মান অভিসার আর সব শেষে আক্ষেপ অনুরাগ মাথুর বিরহ জ্বালা ভালোবাসায় কেউ সুখী কারো কাছে বিষ পেয়ালা ভালোবাসা আছে তাই ভালোবাসি একে অন্যকে দেবতাকে প্রিয় করি, প্রিয় মনের মানুষ দেবতা বানাই দেহ মন্দির ঘিরে ভালোবাসার নিরন্তর উপাসনা চলে এই স্বর্গ মর্ত্য পাতাল তথা ত্রিভুবন ঘিরে মর্ত্য পিরিতি ভালোবাসা আছে তাই উতল হওয়ায় মন যমুনায় যায় জন্মের দেবকী কৈশোরের যশোদা যৌবনে চাই শ্রীরাধা মরণে চাই শ্যামের চরণ, খোদা বল গড বল ভগবান্ বল। আসল কথা সেই সৃষ্টির আদিম উৎসের ভালোবাসা আশ্রয় ভালোবাসা আছে তাই পূর্বরাগ অভিসার মান অভিমান
আছে আক্ষেপ জ্বালা আর সম্ভাব্য বিরহ কল্পনার মাথুর ভালোবাসা আছে তাই এই হাসি এই গান এই অশ্রু আর জীবন সুখের আশায় অন্য স্রোত অন্য মোহনায় যাযাবর জোয়ার ভাটার টান চন্দ্র সূর্য গ্রহণ ভাদর ফাগুন মাস আসে পলাশ মহুয়া শেফালী যূথিকা গুলাব ভালোবাসা অবিনশ্বর, ভালোবাসা আছে তাই গড়ি এই মিছে মায়ার সংসার চরাচর।