বন্ধু
সুপর্ণা দত্ত
⛈️☔️⛈️☔️⛈️☔️⛈️☔️⛈️
বাদলা বেলায় জানলা ধারে একলা বসে রই,
মন খারাপের এমন দিনে তুই তো পাশে নেই।
উদাস মনে ভাবছি বসে পুরানো সেই দিনের কথা,
জাগলে মনে স্মৃতিগুলো বুকে জমে ব্যাথা।
শব্দটা যে খুবই ছোট সম্পর্কটা নয়তো তা
দুটি মনের মিলের মাঝে ছিল তারই গভীরতা।
নাই বা ছিল সম্পদের প্রচুর বাহুল্যতা,
ছিল তখন মোদের মাঝে অগাধ আন্তরিকতা।
বন্ধু রূপে পেয়েছিলাম অনেক ভাগ্য জোরে,
জীবন পণে দ্বিধা ছিল না প্রকৃত বন্ধুর তরে।
কত বিপদে সামলে ছিলিস আমায় পিছনে রেখে,
অনেকরই হিংসে হত আমাদের দুজনকে দেখে।
আগল খুলে দিয়েছিলেম মনের জানালার,
সুখ-দুঃখ, হাসি-কান্না হত একাকার।
ছোট্ট দুটি প্রাণের মাঝে ছোট্ট ছোট্ট কথা
ভুলিয়ে দিত জাগতিক সব না পাওয়ারই ব্যাথা।
বন্ধুরে তুই দিয়েছিলিস অগাধ ভালবাসা,
বিশ্বাস, ভরসা আর একরাশ মুক্ত বাতাস।
দুজন একসাথে থাকলে হত সব সমস্যার সমাধান,
আনন্দ-হাসি লেগেই থাকত হত দুঃখের অবসান।
সংসারের চাপে পরে আলাদা আজ দুজন,
হয়নি তো আজও পৃথক কখনো ছোট্ট দুটি মন।
আমরা জানি আমাদের বন্ধুত্ব অটুট আছে আজও,
দূরত্ব যতই থাকুক খোঁজ নেওয়া চাই রোজও।
এমন বন্ধু আছে কাহার
আমিও পাইনি তো আর,
পরের জন্মে তোর মতনই
বন্ধু চাই যে আমার।