বিশ্বকবির প্রতি
22শে শ্রাবন
আগন্তুক
জীবনের চলার পথে সব গলিতে,
মরনের পালকী চড়া স্বর্ন রথে।
তোমারেই পাই যে সদা আপন ভুলে,
বিরহের মর্মগাঁথা সুখময় প্রেমপীড়িতে!
তোমার ঐ কাব্যমালার রূপকথারা,
তোমার ঐ জীবন কথা গীতবিতানের,
তোমার ঐ সুরের জাদু চিত্রকলা,
বাজে যে মধুর সুরে প্রতি প্রাণে।
তুমি যে যুগাবতার মহাসাধক অগ্নিপুরুষ,
তুমি যে প্রেমহৃদয়ী মনপ্রিয়র্ষি,
তুমি যে বিশ্বকবি কাব্য ঋষি,
তুমিই দ্বীগবিজয়ী দার্শনিক এক দূরদর্শী।
তোমারে ভুলি কেমনে….?
নীরবে রও যে তুমি প্রতি প্রাণে!
এভাবেই রবে তুমি দিবস রজনী…
হাজারো বছর হাজারো মাসের হাজারো শ্রাবনে!
—ooXXoo—