দিকচিহ্নহীন
শ্যামাপ্রসাদ সরকার
এখনো আমার মনে সেই কবেকার উদগ্রীব বিষণ্ণতা
হঠাৎ অবহেলায় উঁকি দিয়ে চলে যায়,
দু একটা মরসুমী ফুল যেমন হঠাৎ বাগানে
দেখা যেত প্রতিটি অস্পষ্ট অধ্যায়ের পর কখনও,
তারা আর এসে নেয় না খবর জাহাজের।
ধলেশ্বরী অথবা খরতান ভৈরব নদে যেমন
বয়ে যেত অবিনশ্বর আবেগের মত সে
যেখানে আমার মাটি, যা আমাদের জন্ম দিয়েছিল একদা
একটি সুতোয় গেঁথেছিল সেদিনের প্রতিটি বন্দরের কথা।
বহুকাল খোঁজ রাখা হয়নি আর,
তারপর অলীক সমুদ্রযান ভেসে গেছে নানা দিকে
যেখানে আদর করেছে লালচে রাঢ়ভূমি অথবা,
ভীড় এসে জড়িয়ে নিয়েছে কলকাতায়।
ঠিক কত রাত হল! জানতে চাই নি তো আর
ধরে নিই, জেগে নেই কেউ আর কোন দিকচিহ্নে একা
নির্ঘুম রাত্রি থেকে গেছে এষণার ষড়যন্ত্রে ঠিক।
মাস্তুল ভেঙে গেছে নিভৃত সেই অর্ণবপোতেদের।
………