ছবি টা তো তুমিই এঁকেছো— ভালো যে হয়ছে, তা তুমি জানো অন্ততঃ মনে মনে সেটাই তোমার বিশ্বাস তাই তুলে ধরেছো তা সবার দরবারে! নাকি, তোমার ও প্রতিকৃতি এঁকেছে অন্য কেউ অবয়বে হুবহু মিল রয়েছে কতখানি তা জানতে চেয়ে দেখাচ্ছো সবারে! চাইছো তুমি সে স্বীকৃতি আদায় করে নিতে!? এটা ঠিক-ই আমরা অধিকাংশই তাই চাই! এতে, দোষের তেমন কিছু নাই! নিজের এ সৃষ্টির উৎকর্ষ নিয়ে নিজের মনের কোনে সংশয় যে রয়েছে তা বুঝেছি৷ এটা ভালো৷ শিল্পী নিজে, তার কৃত সৃষ্টির দিকে চেয়ে চেয়ে দেখে মা যেমন চেয়ে রয় সন্তানের নিতান্ত কচি মুখে কত স্বপ্ন-ই না সেখানে জড়িয়ে থাকে! মন সে সূক্ষ্ম কায়, বিরাট আকাশ কায়ার সীমায় বাস করে দেহ তো তত সূক্ষ্ম নয় মনের অনপেক্ষে সে বেশ ভারী ছুটতে পারে কি কখনও মন যেটা পারে!? মনের সঙ্গে তাই অহরহ দেহের বিবাদ প্রাণের পিয়াস, থাক সে যতোই,— কখনো কি মিটে!? অবশ্য-ই, মগ্ন-চিত্ত শিল্পীর বেলায় বলতে কি! এ তত্ত্ব খাটে না একে বারে৷