জনসমস্যা
সুপর্ণা দত্ত
👨👩👦👨👩👧👨👩👦👨👩👧
বিজ্ঞানেরই চমৎকারে কমছে যত মৃত্যুহার
রক্তবীজের বংশ ততই এই বিশ্বে নিচ্ছে বাড়।
জনসংখ্যা বাড়ছে যত কমছে তত মাটির আকার
আটশো কোটি জনজোয়ারে কমছে চাকরি বাড়ছে বেকার।
লাগাম যদি না লাগে এই জনসংখ্যার বৃদ্ধিতে
একদিন সে হুমকি দেবে মানবজাতির অস্তিত্বকে।
চ্যালেঞ্জরূপে দাঁড়াবে সামনে গোটা পৃথিবীর অর্থনীতির
পড়বে টান খাদ্য-আবাসে, দুর্বিপাকে এই প্রকৃতির।
আবাদযোগ্য জমি কমিয়ে গড়ছো ঘর- কারখানা
এত মানুষ খাবে কী? এর উত্তর নেইতো জানা।
প্রতিযোগিতা করছো মানুষ জনসংখ্যা বৃদ্ধির হারে
গোলার ধান,পুকুরের মাছ,গরুর দুধে পড়ছে যে টান বারেবারে।
অন্ন চাই, বস্ত্র চাই, চাই মাথা গোঁজার ঠাঁই
রাখতে বজায় আপনার মান লড়ছে আজকে ভাই ভাই।
দারিদ্র্যতায় ধুকছে বিশ্ব,অজ্ঞতা আর কুসংস্কারে
শিক্ষার অভাবের ফলে নৈরাশ্য আজ শিক্ষিতের হারে।
আন্তরিকতা কমছে যে আজ কর্তব্যনিষ্ঠায় পড়ছে টান
রাজনীতি আর অর্থনীতির কারণে ভাইয়ের হাতে ভাই দিচ্ছে প্রাণ।
খাদ্য সমস্যা কমাতে গিয়ে বাড়ছে কীটনাশক ও সারের যোগান
বাড়ছে সাথে রোগের প্রভাব আর বাড়ছে অর্থের অবিদ্যমান।
সব সমস্যার সমাধানে যে পথ আছে নয়তো কঠিন
সে পথের কথা সব মগজে ঢোকানোটা বড়ই কঠিন।
এই বিশ্বের প্রতি মানুষের কমবে দুঃখ- দুর্দশা আর অনটন
জন্ম হারের নিয়ন্ত্রণে জনসাধারণ হলেই সচেতন।
👨👩👦👨👩👧👨👩👦👨👩👧👨👩👦👨👩👧👨👩👦👨👩👧👨👩👧👨👩👧