দাসত্বের মুক্তি
মৃনাল কান্তি বাগচী
——————-
ঐ নীল দিগন্ত পানে ছুটে চলেছে বলাকার দল ,
ওদেরতো পায়ে পরানো নেই বন্দীত্বের শেকল।
ওরা বড়ই স্বাধীন,নয় কারো পরাধীন,
দিগন্ত থেকে দিগন্ত পানে ওরা ছুটে চলে মনের খুশীতে সীমাহীন।
নেই ওদের জীবনে অনুশাসনের বালাই,
যতই আসুক সুখ দুঃখ,তাই নিয়ে দিগ হতে দিগন্তে ছুটে চলে সবাই।
ওদের জীবনে নেই কোন গণ্ডীবদ্ধতার দুর্বিষহতা,
মানুষের মত ওদের মধ্যে নেই হিংসা, দ্বেষ ও পাশবিকতা।
কারো কাছে দিতে হয়না কৈফিয়তের হাজারো উত্তর,
ওরা মুক্ত,ওদের নেই পাওয়ার সীমাহীন চাহিদা,ওরা বড়ই সুন্দর।
ওরা ছুটে চলে দিগ হতে দিগন্তে,
যেথায় খুশী সেথায় যায় মনের অজান্তে।
মন তাই হতে চায় মুক্ত বলাকা,
দাসত্বের বেড়ি হতে মুক্ত হয়ে খুঁজে পাক সত্যিকারে বাঁচার শিখা।।।
———– +++++++ ———-