আমি গঙ্গা
সুপর্ণা দত্ত
✍️✍️✍️✍️
হিমালয়ের গঙ্গোত্রী থেকে নির্গত হয়ে
ছুটে চলেছি অনবরত অবিরাম,
গোমুখ থেকে পড়তে পড়তে
মালভূমি হয়ে সমতল ধাম।
আমি চঞ্চল, আমি উচ্ছ্বাস
প্রবল জোয়ারে হয়েছে নগরি উৎখাত,
বয়ে চলেছি কত শতাব্দীর ইতিহাস
যুগ যুগ ধরে গ্রাম-শহর হয়েছে ধূলিস্যাৎ।
মিশে গিয়েছি বিপুল জলস্রোতে
হারিয়ে গিয়েছি অতল সাগরে,
গড়ে তুলেছি কত কত সভ্যতা!
ধ্বংস করেছি শত শত মহানগরে।
আমাকে নিয়ে লেখা হয়েছে কত গল্প-গাঁথা!
বোনা হয়েছে হাজার নক্সীকাঁথা,
আমি পূজিত হই মর্তে দেবীরূপে সর্বকালে
মুক্তি পায় পাপী, মর্তবাসী করে লৌকিকতা।
পুরান মতে,দেবতাদের তুষ্ট করে মুনি ভগীরথ
মর্তলোকে আহ্বান করলেন আমায়,
জটাধারীর জটা থেকে হল আমার মর্তে আগমন
আমার শীতল জলে হল উপকৃত মানবজীবন।