তখন অনেক রাত।রমাপদ এই কিছুদিন হল রেল ওয়েতে চাকরি নিয়েছে ।সে ট্রেনের গার্ড।শীতের রাত ,প্রায় খালি ট্রেন।সামনের দিকে ড্রাইভার আর অনেক পিছনে রমাপদ।খুব তৃষ্না পেয়েছে ওনার । আচমকা ট্রেনটা হ্যাচকা টেনে থামতে শুরু করল। তখনকার দিনে মোবাইল ফোনের সুযোগ ছিল না। রাতের অন্ধকারে বাইরের কিছু দেখাও যাচ্ছে না। বেশ কিছুক্ষন ট্রেন থেমে রমাপদ ড্রাইভারের সাথে যোগাযোগ করতে শেষমেষ ট্রেন থেকে নামল। গায়ে কোর্ট,মাথায় টুপি আর হাতে বড় টর্চ। “একি , এ তো একটা স্টেশন।কিন্তু আমি তো …../গা ছমছমে পরিবেশ।রমাপদ ওই খালি স্টেশনের বুকে দেখতে পেল স্পষ্ট ,কারা যেন হেটে আসছে । রমাপদ আলো ফেলল,ওমা “একি এরা কারা??? সকলের মুখ টুপিতে ঢাকা,আর তারা রমাপদর দিকে এগিয়ে এসে বীভৎস গলায় চীৎকার করতে লাগল “জল দাও !!জল দাও !!!”রমাপদ পিছতে লাগল রাতের অন্ধকারে ।তত ই সেই কালো কালো হাত গুলো এগিয়ে আসছে “”জল দাওওওওওওও”/ পরের দিন পুলিশ এসে রমাপদর বডি শনাক্ত করে ।তার মুখ থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে আছে । কারা যেন তার মুখ থেকে সে রক্ত শুষে নিয়েছে। এখনো সে স্টেশনে রাতের অন্ধকারে ভেসে ওঠে “জল দাওওওওওও।”হয়ত তাদের মধ্যে মিশে আছে রমাপদর ভয়ার্ত মুখ।