“করেছি পণ”
রণজিৎ মন্ডল
জীবন যখন সহিছে দহন,
করিছে বারন, কেন অকারণ
করিব বরন,
মৃত্যুকে করি নিমন্ত্রন,
রচিয়াছো তুমি এ সন্ধিক্ষন,
ধ্বংশ করিবে বিশ্বকে কেন,
বলয়গ্রাসের সূর্য্যগ্রহন!
দুহাজার বিশে শুরু দিনক্ষন,
করিছে বহন যত আছে মারন,
যত আছে ধন যত আছে জন,
সাগর পাহাড় যত আছে বন,
বাতাস বহিছে সন্ সন্ সন্,
ঘন ঘন ঘন্,
গুনিছে প্রহর কখন কখন,
ধ্বংশের দামামা বাজিবে কখন?
একসাথে সবে করেছি পন,
জিতিবে মৃত্যু না হয় জীবন,
বাঁচিলে জীবন হারিবে গ্রহন।
সহিব জ্বলন, সহিব বেদন,
সহিব যন্ত্রনা মৃত্যুর রণ,
জানি গ্রাসিবে ভাইরাস মারণ,
করি তবু পন ছাড়িব না রণ,
যদি করে বরন বীর সেনা মরণ,
ধরিব চরণ করিব স্মরন,
বীর সেনারা দিলেও জীবন,
পরাজয় নাহি করিব বরন
থাকিতে রক্ত থাকিতে জীবন।
–oooXXooo–