সর্ষেফুল
রতন চক্রবর্তী
ধৈর্য্য,সহ্যের বাঁধ ভেঙেছে
যাচ্ছে না আর পাড়া ,
হাঁসফাঁস করছে যে প্রাণ ভাই
খেয়ে গরমের তারা |
পাখার হাওয়া লাগে না গায়ে
দখিনা বাতাস বন্ধ ,
ঘরটা যেন আগুনের গোলা
শ্বাস প্রশ্বাসে কষ্ট |
বনবন করে ঘোরে মাথাটি
সর্ষেফুল দেখি চোখে ,
কোনমতে কাটছে জীবনটা
একেবেকে ,ধুকে ধুকে |
বসছে না মন কিছুতেই কাব্য চর্চায়
শুধু এদিক সেদিক ঘোরে মন ,
ঈশ্বর বাঁচাবেন কবে এই গরম থেকে
ভাবি এটাই সারাদিন , সর্বক্ষণ।
—ooXXoo—