ফুলের হাসি, শিশুর হাসি, যে গৃহেতে পাশাপাশি। নানান রঙের কুসুম ঝরে, আশীষ হয়ে রাশি রাশি।। যতই তুমি হও না বড়, যতই তুমি স্বর্গ গড়ো। একটি শিশুর জীবন গড়া, কঠিন থেকে কঠিনতর।। ওরাই জাতির ভবিষ্যৎ, ওরাই গড়বে নতুন পথ। নির্ভরতার দুটি হাত, অমল রেখো জীবন পাত।। আমরা যদি ত্যাগ না করি, আসক্তি আর বিলাস বাস। স্বার্থ মানব তৈরি হবে, ভবিষ্যতের সর্বনাশ।। ওদের ভালবাসতে শেখাও, বদ্ধঘরের জীবন নয়। ধরণী কে চিনতে শেখাও, দাও প্রকৃতির পরিচয়।। মানবতার পাঠেই জীবন, কোন কাজই ছোট নয়। মাতৃভাষার মূল্য বোঝাও, আপন ধর্ম মধুময়।। নাইবা পেল উচ্চ পদ, নাইবা গেল প্রবাসে। মানুষ হয়ে তোমার পাশে, থাকবে তো সে জীবন শেষে।।