ভাঙা-গড়া
মৃনাল কান্তি বাগচী
—————
কালের গর্ভে
চলে যায় সময়
ভাঙা গড়া চলে
প্রতিনিয়ত এই ধরায়।
এটাই জগত সংসারে
প্রচলিত রীতি
ভাঙা গড়া নিয়ে
তবে কেন এতো ভীতি?
এ জগতে ভাঙা গড়া
অবশ্যম্ভাবী
কখনো থাকেনা থেমে,
সব বুঝেও মন কেন
সব ভাঙাকে নিতে
চায়না মেনে।
কিছু কিছু ভাঙা
নতুন করে গড়ার তরে
ভালো
কিছু কিছু ভাঙা
হৃদয়কে ঢেকে দেয়
অমানিশার কালো।
অমানিশার কালো যখণ
হৃদয়কে নীরবে কাঁদায়,
সে ভাঙা কখনো
জীবনে কাম্য নয়।
তবুও ভাঙে মন
সব সম্পর্ক চুকিয়ে দেয়
আপনজন
আপনজন যতই দূরে
চলে যাক
ভালোবাসার অনুভব
একেবারে নির্বাক।
ভালোবাসার নির্বাক
অনুভব নিয়ে
চলে ভাঙা মন,
সম্পর্কের ভাঙা গড়া
জগত সংসারে
তবুও থামেনা কখনো।
———++++++——–