প্রতিদিন হোক পরিবেশ দিবস
সুপর্ণা দত্ত
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
সূর্যের প্রখর তাপদাহে যেন ঝলসে যাচ্ছে এই বিশ্ব,
প্রচন্ড গরমে বৃষ্টির জল যেন হয়েছে নিঃস্ব,
প্রকৃতির এরূপ ভয়াবহতা হয়ে উঠেছে দুঃসহ যন্ত্রণার
জনজীবন অতিষ্ঠ আজ,তবু যেন কিছুই নেই তো করার।
প্রকৃতি আজ রুষ্ট আমাদেরই ক্রিয়কলাপেই
আমরাই যে আজ বড়ো নগরকেন্দ্রিক হয়ে উঠেছি,
বিপুল জনস্রোতের একটা মাথা গোঁজার ঠাঁই তো চাই –
তাই বন জঙ্গল আজ নির্দিধায় সাফ করেছি।
ভরিয়ে দিয়েছি ছোটো বড়ো পুকুর-ডোবা,খাল-বিল
গড়ে তুলেছি সেখানেই গগন ভেদী ইমারত,
শিশুদের জন্য গড়েছি শিশু- উদ্যান, লেক-পার্ক
সবই তো কৃত্রিম, তাতে প্রকৃতির নেই কোনো মত।
মাটির ছোঁয়া আজ পায় না মানুষ
দূষিত হয়েছে মাটি আমাদেরই ব্যবহারে,
বেঁধেছি আজ মাটিকে আমরা ইঁট-পীচ-খোয়া ঢেলে
আপনার সুখের লাগি ভরেছি প্রকৃতিকে আজ কারাগারে।
গগন ভেদী অট্টালিকায় আছে কত পরিবার
একটি পরিবারের তরে একটিও গাছ নেই সেথায়,
মুক্ত বাতাস পেতে নেই কোনও খোলা মাঠ
পাগলা-হাওয়া, দখিণা-বাতাস পাব আর কোথায়?
বদ্ধ ঘরের বন্ধ দ্বারে ঠান্ডা হাওয়া ফিরি খুঁজে
বুঝি না আমরা এমতাবস্থায় প্রকৃতিও চোখ বুজে,
জলকেলিতে পায় না শিশু পুকুর বা খাল-বিল
সাঁতার শিখতে যায় ভাল সুইমিং-পুল খুঁজে।
মানবজীবন করতে সুখের প্রকৃতিকে করেছি দূষিত
জল-মাটি-বায়ু এমনকি শব্দ দূষণ বেড়েছে,
মানুষের বাস বাঁধতে আজিকে পশু-পাখির বাস কমেছে
জঙ্গল আজ কমেছে যত, লোকালয়ে পশু বেড়েছে।
পরিবেশকে কলুষিত করে পরিবেশ দিবস পালিত হয়
গাছ বসাতে আজ নির্দিষ্ট একটি দিনের প্রয়োজন হয়,
কত উৎসব, কত ঘটা করে, ফিতেও কাটতে হয়!
পরিবেশকে বাঁচাতে কেন প্রতিদিন পরিবেশ দিবস নয়!
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳