ধরিত্রী মায়ের চোখে কেন জল? একি তবে বিশ্ব উষ্ণায়নের ফল? দিকে দিকে সবুজ গাছপালা করছে সবাই ধ্বংস এ কাজ করছে মনুষ্যরূপী কংস। সবুজকে ধ্বংস করে করছে কত তারা বড়াই, তার ফলতো ভুগতে হবে, আর কোন উপায় নাই। সবুজ না থাকিলে কি হবে মনুষ্য জাতির, সভ্যতা ধ্বংস হবে, থাকবেনা দিতে কেহ বংশে বাতি। সবুজের বিকল্প কিছুই নাই এই ধরায়, সব জেনেও সবুজকে ধ্বংস করতে অনেকেই নাহি ডরায়। সভ্যতাকে বাঁচাতে গেলে, অধিক বৃক্ষ রোপণ প্রয়োজন, তবেই ধরিত্রী মাতার চোখের জল হবে মোচন।।।