পুড়েছে মন, পুড়েছে হৃদয় পুড়েছে ভালোবাসা এসব হারিয়ে গেলে নিজস্ব জীবনের বাকি থাকে কি কোন আশা? নিজের না থাকিলেও থাকে অন্যান্য মানুষ,থাকে সমগ্র বিশ্ব প্রকৃতি, তারি মাঝে খুঁজে পেতে পারে সব হারানো মানুষ জীবনের স্বীকৃতি। জীবন সেতো, বিধাতার দান নহে শুধু নিজের জন্য, মানুষের কল্যান করে করা যায় তা অনন্য । আমার আমার করে তবে কেন এতো হাহুতাশ? মানুষের ভালোবাসার মাঝে আছে অশেষ আনন্দ, সুখের বাতাস। দুহাত ভরে লুটে নেওয়া যায় রাশি রাশি মানুষের ভালোবাসা, তবে কেন নিজস্ব কেন্দ্রীভূত ভালোবাসা নিয়ে মানুষের হৃদয়ে এতো দীর্ঘশ্বাস??