বার্তা…
✍️প্রদীপ সরকার
মেঘের দল দিয়ে গেলো বার্তা মোরে।
তাকিয়ে দেখো এই কালো গগন ‘পরে।
ছেয়েছে দেখো মহা দুর্যোগের ঘনঘটা।
আসছে বাদল, বাজিয়ে মাদল, ভাসিয়ে দিতে গো তোমার পৃথিবীটা।
থামাও থামাও থামাও গো আজ তোমাদের অত্যাচার।
নীরব প্রকৃতি, কহিছে হাঁকি, হচ্ছে না সহ্য আর।
তোমরা সারাদিন জ্বালিয়ে রেখেছো, কোটি কোটি মহা চুল্লি।
এ নীল গ্রহটা হতে চলেছে শ্মশান, তবু তোমাদের মুখে ফুটছে অবোধ খিল্লি।
নির্বিচারে কেটে করে চলেছো সাফ, অমূল বৃক্ষ যতো।
করছো তৈরী, জঙ্গল কেটে বাড়ি, আপন ইচ্ছে মতো।
এই বাতাসের নিশ্বাস নিয়ে ছেড়ে দিচ্ছো বিষের বাতাস।
ঋতু গুলো দেখো সব পালটে যাচ্ছে দেখে, তোমরা তবু আজ হয়েছো সখে, উন্নত প্রযুক্তির দাস।
—ooXXoo—