সময়ের ঘন্টা বাজলেই
রতন চক্রবর্তী
“””””””””””””””””””
সৎ পথে হোক বা অসৎ পথে হোক
রোজগার করে অনেক টাকা
শখের বাড়িটা বানিয়েছো বেশ সুন্দর |
বাড়ির এলিভেশন থেকে শুরু করে
ভেতরের মেঝে শ্বেতপাথরে মুড়েছো ,
গ্রিল,দরজা,জানলা,ইন্টিরিয়র ডেকোরেশন
সবেতেই কতনা সুন্দর নকশা করেছো |
শুধু তাই নয়
ঘরে রেখেছো খাট,আলমারি,ড্রেসিংটেবিল,সো۔ক্যাস
ডাইনিং রুমে রেখেছো ডাইনিং টেবিল,মাঝে ফুলদানি
দেয়ালে ঝুলছে দামি দেয়াল টি ۔ভি ,ঘড়ি
রংগিন নিয়ন লাইটের আলোয় করছে ঝিলমিল
বাড়ির সম্মুখে করেছো আবার
নানা রঙ,গন্ধের ফুল বাগান
অাহ্ যেন রাজপুরী !
শুধু সুখ আর সুখ ভোগের জন্য |
কিন্তু ,
একবারও কি ভেবে দেখেছো ,
মাথা খাটিয়ে,ঘাম ঝরিয়ে এই যে এত কিছু করলে
সব কিছুই অস্থায়ী,কোনকিছুই তোমার নয় !
যাবার সময়ের ঘন্টা বাজলেই চলে যেতে হবে
সাধের সব কিছু ছেড়ে দিয়ে
তোমার চির স্থায়ী ঠিকানায় |
—ooXXoo—