ঝরা পাতা
আগন্তুক
বলেছিলি ভালোবাসবি,আগলে রাখবি খুব!
যখন আমি বাঁধনহারা,ওমনি মারলি ডুব!
এখন তুই ভালোবাসিস,আগলে কারো ঘর!
যেথায় শুধু একমাত্র,আমিই তোর পর!
হয়তো এমন হওয়ার ছিলো,এমনই বুঝি হয়!
ভালোবাসলে স্বপ্ন ভাঙার,বেদনা বইতে হয়!
তবুও আমি ভীষণ সুখী,জেনে শুনে তোর সুখ!
দেখলে তোকে হাসতে খেলতে,পালায় সব দূখ!
এইটুকুইতো চায় শুধু,একটা প্রেমিক মন!
যেথায় থাকুক সুখে থাকুক,তার প্রিয়জন!
—ooXXoo—