মন যেখানে মনকে খোজে, মনের খোজ না পেয়ে বোঝে, দেখ রে মন দু চোখ বুজে, মনেই আছে মনটা লাজে। কারে রে তুই খুজিস বোকা, এসেছিস একা যাবি একা, কেউ হবে না সাথি রে তোর, যতই খুজিস মনের বোঝা। ভালোবাসা নয় রে হেথা, ভালো মানুষ পাবি কোথা, আসবে কাছে অনেক ভালো, দিতে তোকে শুধুই সাজা। মনটাকে তাই দিসনা কারো, জোর করে কেউ পায় না কারো, যতই করুক জোর মনেতে, মনটাই হল আসল রাজা।