বিশ্ব কবিতা দিবসের কবিতা
শিল্পী
দীননাথ চক্রবর্তী
তুমি পাথর ছুঁড়েছো একটার পর একটা
তাকে তাক করে করে
ঝরিয়েছো কত রক্ত
যুক্তি তর্কের মুখে ঝামা ঘসে ।
ও কিন্তু কুড়িয়েছে পাথর
কোঁচড় ভরে
পৌষের হিমেল শীতে
সজনে ফুল ভেবে ।
রক্ত ঝরেছে
সেই রক্ত মশলা পীযূষ করে
গেঁথেছে জীবনকে ঘিরে
একটার পর একটা পাথর ।
আগুন ঝলক চোখে
দেখনি তখন
হয়তো দেখতে চাওনি ইচ্ছা করেই
প্রতিটি পাথরে হারিয়েছো ঘনত্ব ।
ঘনত্ব হারিয়ে মানুষ শূন্য
শূন্য মানুষ বেগার বোঝা
যত সুন্দর যত স্পন্দন
এমনকি সেদিন নিজের কাছেও ।
ও সেদিন পাথরের ছাদের ওপর
জ্যোৎস্না কণ্ঠে সুর মিলিয়ে গান ধরেছে :
এই পৃথিবীর জলসাঘরে
তুমিই কেবল শিল্পী যে এক …
—ooXoo—