সৌরভ
✍️ প্রদীপ সরকার
এ কেমন সৌরভ আজি ছড়ালো আমার প্রাণমনে।
যেন মনে হয় তোমার স্থিতি, রয়েছে আমার এই সামনে।
তোমার প্রাণের ওই সৌরভ, আজি বহায় সুরভ, আমার হৃদের মাঝে।
যেন মনে হয় তোমার প্রেমের সেই মধুর সুবাস, আসলো ভেসে আমার কাছে।
মনের ইথার পথে, তোমার কাছে আসতে যেতে, লাগে না কোনই সময়।
বুঝি তাই গো প্রিয়, তোমার কাছেই, আমার সদাই রহিতে ইচ্ছা হয়।
আমি তোমার প্রাণে বেড়াই ঘুরে,
আবার নিজের মাঝে আসি ফিরে,
সারাদিন উৎসুক রই তোমার সঙ্গ পেতে।
বুঝিনা আমি, কোথায় তুমি কোথায় রও লুকিয়ে,
আমি পাইনে তোমায় দেখতে।
—ooXXoo—