অংগীকার
রতন চক্রবর্তী
“”””””””””””””””
জন্মেছো যখন মাটির বুকে
বিনা নোটিশে মৃত্যুটাও নিশ্চিত একদিন
আসবে তোমায় নিতে |
জীবন-মৃত্যর এই খেলা
চলছেরে ভাই জগৎ মাঝে নিত্যদিন
আদি সৃষ্টির কাল হতে |
প্রাণহীন শীতল দেহটা অবশেষে
পুড়বে অগ্নিকুন্ডে
নয়তো মাটির বুকে যাবে |
পরলৌকিক ক্রিয়া হতেই শেষ
যত আছে স্বজনগন
ধীরে ধীরে তারপর একদিন সব্বাই ভুলে যাবে |
যাবার আগে তাইতো তোমরা
ধর্মের কুসংস্কার ভুলে
মানবতার ধর্মকে দিয়ে যাও প্রাধান্য
রক্ত কিংবা চক্ষু কিংবা দেহ দান করে
মানুষের স্বার্থে বন্ধু
আপন জীবনটারে করে তোল ধন্য |
তাকিয়ে দেখো কত মানুষ
দেহ যন্রের যন্ত্রাংশ অকালে বিকল হয়ে
মৃত্যুর কোলে ঢলে পরে |
বাঁচাতে তাদের জীবন প্রাণ তাই
এসো,করো সবে অংগীকার এক্ষণে
করবো দেহদান মানুষের তরে |
—ooXXoo—