আমি মাছ খাই না, মাংস খাই না, খাই না পেঁয়াজ রসুন, সারাটা দিন ভিক্ষা কইরা আমার রাতে হয় না ঘুম। ডালে চালে খিচুড়ি পাকাইয়া খাইতে আর ভালো লাগেনা। আমি ঠেকলাম ভীষম দায় গো, ঠেকলাম বৈরাগী হইয়া।।
মনে অনেক ছিল আশা, সুখের কাটাইবো দিন, নাম কইরবো গান সুনাইবো থাকবো তো স্বাধীন। মনের আশা মনেই রইয়া গেল সুখ শান্তি আর হইল না। আমি ঠেকলাম ভীষম দায় গো, ঠেকলাম বৈরাগী হইয়া।।
ঘুইরা ফিরগা আইসা আমি খাইনা কারো রান্না । এমন কষ্টের দিনগুলাতে আমার চোখে আসে কান্না। ভাইবা ভাইবা হইলাম শেষ বৈষ্টবি আর জুইটলো না। আমি ঠেকলাম ভীষম দায় গো, ঠেকলাম বৈরাগী হইয়া।।
যুগী হইতাম, তাঁত বুইনতাম, ভাত খাইতাম তিনথালা। এমন জাইনলে বৈরাগী হইতো কোন শালা।।