হারিয়ে যাওয়া শৈশব
মৌসুমী ঘোষাল চৌধুরী
আমার যখন সব ” আলো ” নিভে যায়,
কষ্ট সহ্য করতে করতে
দাফন করি যন্ত্রনা শব।
খানিকটা কীর্তন রেণু মেখে নি।
দু কান খাড়া করে, মুগ্ধ হয়ে শুনে নি
কীর্তন পালা।
শালবন, তুমি ও শোনো সে সকল কথা।
কত আর্ত, দুখী, ধনী, দরিদ্রের যন্ত্রনা অবশ হয়।
সারাদিন শ্রম করি, রোদে, বৃষ্টিতে ভিজি; রৌদ্রই মন্ত্র।
সন্ধ্যায় এক ফাঁকে যেই শুনি, কৃষ্ণ নাম।
দুচোখে আনন্দাশ্রু আসে, ভেসে যায় যন্ত্রনার জাহাজ।
দুটো টাকা জোগাড় করে রঙবেরঙের বেলুন কিনি।
কিনে ফেলি মাটির দুল,
কিনে ফেলি হজমি গুলি।
সবুজ ঘাষে পা রেখে হাঁটি,
কচি কলাপাতা শিশুদের উপবনে হাতে হাত রাখি।
শৈশব উঁকি মারে।
জীবনটা রঙীন হয়ে ওঠে।
শালবন, ওগো আমার সবুজ প্রজাপতি
তুমি ও এভাবে খুঁজে নাও
হারিয়ে যাওয়া শৈশব।
এভাবেই জীবন সমুদ্রে সাঁতার কাটতে হয়।
—ooXXoo—