কূজন হাওয়ায় ভাসিয়ে দিলাম
উষ্ণ রাঙা আবির
দীননাথ চক্রবর্তী
যতই দূরে থাকোনা কেন
ব্যর্থ যাবেনা জানি ,
আমার নীরবতার বিজন ‘হোলি
রঙে রঙে ফুটিবে কলি
পূর্ণিমা ফাল্গুনী
ব্যর্থ যাবেনা জানি।
হাওয়ার সাথে ভাসিয়ে দিলাম
উষ্ণ রঙিন আবির ,
রাঙিয়ে দেবে জানোনা কখন
শ্বাসে শ্বাসে হৃদয় মন
মানি আমি মানি
ব্যর্থ যাবেনা জানি।
যায় চলে যায় যাকনা দিন
রাতের জোছন ধারায় ,
ভাসিয়ে দিলাম হৃদয় ধোয়া
উষ্ণ রঙের কুসুম ছোঁয়া
গভীর ঘুমে চুমি
ব্যর্থ যাবেনা মানি।
—ooXXoo—