বাধ্য হয়ে
রতন চক্রবর্তী
“”””” “”””” “””””
ভাইরে ভাই,সন্ধ্যে হলেই যায়না বসা
একটুকুও ঘরের মাঝেতে |
পনপনিয়ে এসে মশারা ভোঁ ভোঁ করে
শোনায় গান কানেতে ||
কুটুস কাটুস কামড়ে দিয়ে
জ্বালা তোলে গায়
চপেটাঘাত মারার আগেই
উড়ে পালিয়ে যায় ||
মশা মারার ধুপকাঠিতেও এখন
হয় না কাজ কিছু আর |
খানিক সময় নির্জীব থাকার পর
লাফিয়ে ওঠে আবার ||
বাধ্য হয়ে সন্ধ্যা হতেই
টানিয়ে মশারি |
তার ভেতর বসে আমি
কৃষ্ণ নাম করি ||
—ooXXoo—