“মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাড়াও” – শক্তি চট্টোপাধ্যায়
কোভিট -19 এর পরিপ্রেক্ষিতে একটি আবেদন :-
আমরা সবাই জানি কোভিট -19 এর আক্রমণে মানব সভ্যতা আজ বিপন্ন। মৃত্যু গ্রহ হয়ে উঠেছে এই পৃথিবী। আজও তার করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ প্রায়। এর মধ্যেই ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)’ প্রধান জানিয়েছেন যে, কোভিট -19ই শেষ মহামারী নয়। আগামী দিনে আসবে আরো ভয়ংকর অনেক মহামারী। বলছেন ইতিহাস আমাদের শিখিয়েছে মড়ক এবং মহামারী জীবনের অংশ। কিন্তু যখন পরের মহামারী আসবে, তখন বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। তিনি জনস্বাস্থ্য, বিশেষত প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামোয় বেশি লগ্নির জন্য প্রস্তাব রেখেছেন বিভিন্ন দেশের কাছে।
আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে, শুধু অসুস্থই নয় সুস্থ হয়েও অনেক মানুষ আবার আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু বরন করছে। লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি খোয়াচ্ছেন। অনাহারে অবসাদেও মারা যাচ্ছেন। প্রত্যেকটি দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় ভাবে ভেঙে পড়েছে।
এই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাণী স্মরণে রেখে শুধুমাত্র সরকারের ওপর একান্ত নির্ভর না করে আমরা কি পারি না এখন থেকেই আগামী মহামারীর প্রতিরোধে সাধ্যমত প্রস্তুতি নিতে! যদিও সরকার তার সাধ্যমত চেষ্টা করছে কিন্তু এতবড় দেশে একা সরকারের পক্ষেও কি সম্ভব এই বিপর্যয় মোকাবিলা করা! নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্ত পালনে কিভাবে আমরা সক্রিয় হতে পারি?
আমাদের ওয়েবসাইটের দেওয়ালে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।
তথ্যসূত্র – 09 সেপ্টেম্বর 2020, ‘এই সময়’ পত্রিকা