নিশীথ রাতের পাখি
মৃনাল কান্তি বাগচী
নিশীথ রাতে
থেকো তুমি জেগে,
হৃদয় দুয়ার
রেখো তুমি খুলে,
আসিবো আমি তোমার কাছে
হৃদয় পাখি হয়ে।
দেখিতে পাবে তুমি আমায়
তোমার হৃদয় বাতায়নে,
বলিবো জমানো কথা যা আছে
সংগোপনে তোমারই সনে।
বাজিবে প্রেমের বাঁশি
সুমধুর সুরে
ভাসাবো তোমায় আমি
অকূল প্রেমের সাগরে।
প্রেমের সাগর
বড়ই অতল,
যতই ডুবতে চায় মন
পাওয়া যায়না তার তল।
কূল হারা সেই সাগরে
চলবে তরী দুলে দুলে,
ব্যথা বেদনা যা আছে হৃদয়ে
সবই যাবো আমি ভুলে।
নিশীথ রাতে
থেকো তুমি জেগে,
আসিবো আমি তোমার কাছে
হৃদয় পাখি হয়ে।।।
———#######——–