সম্মুখে অথৈ প্রলয়
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
সম্মুখে অথৈ প্রলয় গিরিসিন্ধু মরু –
মহাকাল স্রষ্টার কিস্তি মায়াজাল,
যত পাই তার চেয়ে বেশি চাই –
লক্ষ লক্ষ যুগ ধরে মুছি অশ্রু জল।
সাধ আর সাধ্য দুই যুদ্ধ নিরন্তর,
নশ্বর মানব দেহ প্রেম খেলাঘর।
নক্ষত্র নেশায় হারায় নয়নের আলো,
মায়া মমতায় কুঁড়ে ঢের বেশি ভালো।
হৃদয়ে যদি জমা না রাখো ওই –
সিন্ধু সভ্যতার ধূলি বালি মরু ঝড়।
নিরাশ্রয় প্রাণে খুঁজি মুক্ত নীলকাশ,
পিয়াল তরুর বুকে মালতীর নিশ্বাস।
ঈমান আর ভালো বাসা কথার কথা,
অর্থ মান যশ লাভের তীব্র ব্যাকুলতা।
মন বিহঙের ডানায় আসুক মহাগতি,
মহাজগৎ মহাকাশ যাত্রায় সততা –
স্বপ্ন আর বাস্তবের সুমধুর সম্প্রীতি।
—ooXXoo—