হুঁ৷ বড্ডো ভাবনার কথা! ভাবছি ও তাই৷ এ ভুত ঘাড় থেকে নামাতে ই তো চাই! কিন্তু এ তো কিছুতেই নামতে চাইছে না! পথের সন্ধানে হাতড়ে বেড়িয়ে চোখে সরষে ফুল দেখি! তবুও রয়েছি সন্ধানে এ ভুত তাড়াতে উপযোগী উপায় তেমন জুতসই কিছু যদি কভু পেয়ে যাই! তবে, ভরসা তেমন কিছু নাই! এক ভুতে তাড়াতে গিয়ে আর এক ভুতের খপ্পরে যদি পড়ে যাই! সংশয়! সংশয় ছাড়ে না আমায় তাই আমি বারবার সে পথের ঠিকানা হারাই!