নন্দ প্রয়াগ
প্রেমাঙ্কুর মালাকার
চামোলি ছাড়িয়ে, নতুন সড়কে,
যাচ্ছি হরিদ্বার-
চোখ ভরে দেখি, পথের দৃশ্য,
আসবো না বার বার!
এলো”মৈঠানা”,”নন্দ প্রয়াগ”,
“সৌনলা” জনপদ;
বনবিভাগের, দফতর আছে,
দেখে বন সম্পদ।
নীচে বয়ে চলে,অলকানন্দা,
বুকভরা ঘোলা জল-
দুর্বার বেগে, বয়ে যায় নদী,
লক্ষ্যে অচঞ্চল!
—ooXXoo—