অবগাহন
শ্যামাপ্রসাদ সরকার
************
নদীটুকু মুছে গেলে
কাঁদবে কোথায় বসে সহসা,
উলুঘাসে বিছানো প্রান্তরে
কতবার ডাকনামে ডাকো!
মেঘেরাও অবসরে ফিরে যায়
তুমিও তাদেরই একজন হও।
নদীকে স্পর্শ কর আলতো ছোঁয়ায়
এ বৈভব তোমাকে মানায় !
নদীটুকু মুছে গেলে
পাথরের ঢিবি বড় একা
তুমিও সোনালী বালি যেন
সন্ধির মসৃণ ত্বকের মতই।
তোমাকে নদীর মত লাগে
স্নান শেষে অঞ্জলিপুটে
সাবধানে ছুঁয়েছি জন্মদাগ
নদীদেরও ঠিকানা রয়েছে কোনও
কৈশোর চলে গেলে জানা যায়।
—ooXXoo—