নিতান্ত নিরুপায়ে নগ্ন নির্লিপ্ততার অন্তরালে ওদের উপেক্ষা আর অবজ্ঞায় উদ্ভূত পরিস্থিতিতি মনকে করেছে প্রচন্ড ক্ষতবিক্ষত! বিবেকের দংশনে বারেবারে প্রশ্ন জাগায়- মহান মানবিকতার সঠিক মূল্যায়নে আত্মস্বার্থ যেখানে অগ্রগণ্য, চক্ষু লজ্জার মাথা খেয়ে কুবুদ্ধি প্রদানে দিয়েছে যে নিন্দিত পরিচয়- ভালো মানুষ সাজতে গিয়ে মুখোশ উন্মোচনে আজ ওরা আর মানুষ নয়—! শুধু অভিনয়ের স্তুতিতে পেতে চায়- সায় পক্ষপাতে যারা হয়নি পরাস্ত সেইসব নিরপেক্ষ সজ্জনেরা চাক্ষুষ দেখেশুনে বড্ড বিস্ময়ে বলে – এমনটা কি কখনো মন থেকে মেনে নেওয়া যায়? কৃতকর্মের কুকীর্তি ঢাকার আপ্রাণ প্রচেষ্টায় নির্লজ্জের মতো যতই অনুরোধ জানাক বারবার আমি কিন্তু জানিয়েই যাব বুক ভরা ব্যাথা নিয়ে শুধুই ধিক্কার———-!!