ফিরে যাও তুমি
নবু
ফিরে যাও তুমি
ফিরে যাও তব দেশে,
আনন্দ করিব, নাচিব, গাইবো,
২৩শের শুরু, ২২শের শেষে।
অনেক করেছ করনা কে দিয়ে
অনেক নিয়েছ তাজা প্রাণ,
শিখেছি আমরা অনেক কিছু
রাখব মনে তোমার দান।
সংসারে ছিল হাত ছাড়া ভাব
আবার হয়েছি এক
মাক্স পড়ে থাকি জীবন বাঁচাতে
ইমিউনিটি শরীরে থাক।
—oooXXooo—