ধর্ম সাগরে মন্থন তরে উঠিয়াছিল হলাহল , কোন ধর্মে মুক্তির পথ মানবের মাঝে কোলাহল। বিশ্ব মাঝে সৃষ্টি যতো ধর্মের ভেদাভেদ , গুরু শিষ্য ঘুচাইলো তাহা যুক্তি ছিল অভেদ। একই লক্ষ্য সহস্র পথ বৃথা কেবল হানাহানি , মনুষ্য মাঝে প্রকৃত লক্ষ্য দিয়েছিল হাতছানি। গুরুর বাণী প্রতিষ্ঠা পাইবে বিশ্ব ধর্ম সভায়, সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে শিষ্য গিয়ে ছিল সেথায়। অনেক যুক্তি অনেক তর্ক তাহার মাঝে সনাতন, যতই ধর্ম থাকুক না কেনো সবই চির, সবই নূতন। অন্য ধর্ম না করিয়া হানি, স্ব-ধর্ম প্রতিষ্ঠা , জগৎ মাঝে সন্যাসী দেখালো আপন ধর্মে নিষ্ঠা। জয় ডঙ্কা বিশ্ব মাঝে দেশবাসীর আনন্দ, ভারত মাতার সন্তান তুমি চির স্মরণীয় বিবেকানন্দ।