চরইবেতি
অভীক রায় চৌধুরী
আরো এক মহাসমুদ্রে পাড়ি দেওয়া বাকি,
নীল তিমিদের মতো – গভীর প্রশান্ত জলরাশির বুক চিরে
জীবনবোধের আরও এক অতল মহাসাগরে
তল খোঁজার নতুন অভিযান…
নক্ষত্রের বার্তা আসে আলোকবর্ষ পেরিয়ে –
তারায় তারায় এঁকে দেয় মানচিত্র!
অনেককালের হারিয়ে যাওয়া স্মৃতিরা যেন
মনে করিয়ে যায়, ভুলে যাওয়া কোন এক শপথের কথা।
জীবন শোনায় নতুন পথের গান…।
রেবতী নক্ষত্র থেকে অশ্বিনী… শেষ থেকে আবার নতুনের যাত্রা
শুনতে পাই অটল গাম্ভীর্যে ভরা মহাবিশ্বের নিরন্তর আহবান…।
—oooXXooo—