ভাকরার নদী রোষ
প্রেমাঙ্কুর মালাকার
“ধনেটা” পেরিয়ে, আবার বইছে,
“ভাকরা” নদীর ধারা-
হালকা সবুজ, স্বচ্ছ সলিলা,
স্রোত বয়ে যায় সারা!
বিশাল লম্বা, ব্রিজ বলে দেয়,
বর্ষায় নদী খাত;
ভাকরা বাঁধেই, পোষমানা নদী,
ম্রিয়মাণ সাক্ষাৎ!
বর্ষায় নদী, ভীষণ ভয়াল!
বাঁধে মানবেনা পোষ-
লকগেট খুলে, করো তোষামোদ,
ভয়াবহ নদী রোষ!
—oooXXooo—